ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে আর্ত মানবতার সেবার লক্ষ্যে “সেড অব হাসনাবাদ” নামে সংগঠনটি গত ০৫ ফেব্রæয়ারি বুধবার আত্মপ্রকাশ করে।
“মানবতার কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য” এই ¯েøাগান কে সামনে নিয়েই হতদরিদ্র শিক্ষার্থী ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছে একদল যুবক। মোঃ রফিকুল ইসলাম সুমন কে চেয়ারম্যান ও মোঃ মইনুল ইসলাম কে সেক্রেটারী করে সংগঠনটি আত্মপ্রকাশ করে। মোঃ রফিকুল ইসলাম সুমন বলেন, তাদের এই মানবকল্যাণ মূলক উদ্দেশ্য একটি সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে পাশাপাশি সমাজকল্যাণমূলক সকল সমাজকর্মে তাদের পদচারণায় মুখরিত হবে। মোঃ মইনুল ইসলাম জানান, ঝরে পড়া শিক্ষার্থী ও সমাজের অসহায় দরিদ্র মানুষের এবং সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে তাদের এই অগ্রযাত্রা শুরু। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছেন তারা।
মানবতার সেবায় সংগঠনের আত্মপ্রকাশ
