স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি এবং এ সময় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানও উনার ব্যক্তিগত পক্ষ থেকে আরও ৫০ হাজার টাকা অনুদান দেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের এম সাইফুর সড়কের তাদের এক আত্মীয়র বাসায় অগ্নিকান্ডে নিহত সুভাষ রায়ের মেয়ে স্কুল শিক্ষক প্রিয়াংকা রায় পিংকি ও সুভাষ রায়ের ভাই মনা রায়ের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান তুলে দেন। এসময় তাদের কাছ থেকে ওই ভয়াবহ অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনার আদ্যোপান্ত শোনে এম নাসের রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শোকাহত পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন সুভাষ রায়ের বেঁচে যাওয়া ছেলে সৌম রায়, তার বোন পাপিয়া রায়, মনা রায়ের বেঁচে যাওয়া দুই ছেলে শুভ রায়, সঞ্জয় রায় ও সুভাষ রায়ের স্ত্রী জয়ন্তি রায়, পরিবারের অন্যান্যসদস্যসহ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য এড.সুনীল কুমার দাশ, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি এম এ মুকিত ও বদরুল আলম প্রমুখ।
Post Views:
0