স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ ভট্টাচার্যের অবসরজনিত বিদায় উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলন মেলা উদযাপন পরিষদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভীন। কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন শিবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিক উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মারুফ আহমেদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মো. জাফর আল সাদেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদ হোসাইন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, এডভোকেট তাজুল ইসলাম আহাদ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা। পরে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরাজ ভট্টাচার্যসহ বিদ্যালয়ের বিদায়ী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষকদের বিদায় জানাতে এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রাজনগরে প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে মিলন মেলা
