বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌর শহরের হিলালপুর এলাকায় রাজন আহমদ নামের এক যুবককে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত রাজন আহমদ (৩০) সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের আশিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত রাজন রুবেল হত্যা মামলার ৮ নম্বর আসামী। কিছু দিন আগে সে জামিনে কারাগার থেকে মুক্তি পায়। নিহত রুবেলের ভাই পীর আজাদ, কয়েছ, পারভেজ ও তার সহযোগীরা রুবেল হত্যার প্রতিশোধ নিতে রাজনকে ব্যাপক মারধর করে। পরে হাসপাতাল নিয়ে আসলে সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার পর আসামীরা বাড়ি থেকে পালিয়ে গেছে। তাবে তাদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। লাশ দাফনের পর এঘটনায় মামলা হবে।
মৌলভীবাজারে যুবককে তুলে নিয়ে হত্যা
