ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমদ (৪৫)কে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় পৌর শহরের দরগা মহল্লা এলাকায় জায়গার মাপকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামিম আহমদ ও রফিকুল ইসলাম রকিব এর সাথে ৭ শত জায়গা নিয়ে মামলা চলছিল। সোমবার সার্ভেয়ার এর মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে জায়গা মাপা হচ্ছিল। এ সময় উভয় পক্ষের কথাকাটাকাটি হলে এক পর্যায়ে শামিম কে দা দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয় আসলে তার অবস্থার অবনতি হওয়া কর্তব্যরত চিকিৎসক শামীমকে সিলেট ওসমানি হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Post Views:
0