হোসাইন আহমদঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী-শাশুড়ি ও দুই প্রতিবেশী সহ ঘাতক নির্মলের লাশ মর্গে নেয়া হচ্ছে। পুলিশ আলামত সংগ্রহ করে রোববার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বলছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও অতিরিক্ত মদ পানের কারনে এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ইতিমধ্যে পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রী-শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে আত্মহত্যা করেছে ঘাতক নির্মল। এসময় একজন গুরুত্বর আহত হয়েছেন (তার নাম এখনও জানা যায়নি)। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতলে ভর্তি করা হয়েছে। রোববার ভোর ৫টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছেন অতিরিক্ত মদ পানের কারনে মাতাল হয়ে নির্মণ এই ঘটনা ঘটান।
এদিকে স্ত্রী-শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে ঘাতক নির্মল নিজেই ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
নিহতরা হলেন, ঘাতক নির্মলের স্ত্রী জলি (৪০), শাশুড়ি লক্ষী (৫০), প্রতিবেশি বসন্ত বাবু (৫৫) ও তার মেয়ে শিউলী (১৩)। স্থানীয়রা বলছেন, নির্মল স্ত্রী ও শাশুড়িকে মারার শব্দ শুনে প্রতিবেশি বসন্ত বাবু ও তার মেয়ে শিউলি (১৩) এগিয়ে আসলে নির্মল তাদেরকেও হত্যা করে।
জানা যায়, ঘাতক নির্মল ১ বছর যাবত জলিকে বিয়ে করে শশুড় বাড়িতে থাকতেন।
বড়লেখায় ঘাতক সহ ৫ জন খুন–লাশ নেয়া হচ্ছে মর্গে
