ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে কলেজ থেকে ফিরার পথে দুই বান্ধবীকে গণধর্ষনের ঘটনায় আটককৃত ৩ আসামী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছেন। বুধবার সকালে আটককৃত ৩ আসামীকে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে ৩ আসামীই এঘটনায় জড়িত বলে স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন।
আটকৃতরা হলেন- উত্তর জগন্নাথপুর এলাকার ইসলাম মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫), আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫), ছুরুক মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (২৩)।
এঘটনায় দুই আসামী পলাতক রয়েছে। তারা হলেন- উত্তর জগন্নাথপুর এলাকার আব্দুল মুকিত (২২) ও ছুরুক মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, মৌলভীবাজারদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। ভিকটিম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় (মামলা নং-১৩, তাং-১৪/০১/২০২০) মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপর্দ করে হাজতে প্রেরণ করা হয়েছে।
Post Views:
0