লন্ডন প্রতিনিধিঃ
বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির পক্ষ থেকে এক সাধারন সভা অতিসম্প্রতি কার্ডিফের হ্যাভ কমিউনিটি সেন্টারে কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সভাপতি কমিউনিটি লিডার এম আনোয়ার আলীর সভাপতিত্তে এবং কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় সম্মানিত ট্রাষ্টি. লাইফ মেম্বার ও ফ্রেন্ডস অব মনুমেন্টবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্তিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলাওর আলী. মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির ডেপুটি চেয়ার সাবেক কাউন্সিলার মোহাম্মদ সেরুল ইসলাম. শহীদ মিনার কমিটির ট্রেজারার আনহার মিয়া. নিউপোট আওয়ামী লীগের সভাপতি মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ.ওয়েলস বিসিএর প্রেসিডেন্ট ও মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর.ওয়েলস বিসিএর সাবেক ট্রেজারার মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি মোহাম্মদ মুজিব.
মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া. মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শামীম আহমদ. মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি আব্দুস সালাম বুলবুল. মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি শফিক মিয়া মনুমেন্টের ফাউন্ডার ট্রাষ্টি সাইফুল আলম.
মনুমেন্টের লাইফ মেম্বারদের মধ্যে আলহাজ্ব সিরাজ আলী আব্দুর রহমান মনা. ফজলু মিয়া. সেলিম আহমদ. মুহিবুর রহমান.শাহ শাফি কাদির. আবুল কালাম মুমিন. নুরুল আলম চুনু. মুজিবুর রহমান. আব্দুর রুউফ তালুকদার. মাহমুদ হোসেন.ও আব্দুল মুত্তালিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভার শুরুতেই ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সভাপতি আনোয়ার আলীর সূচনা বক্তব্যের পর আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মোহাম্মদ আনহার মিয়া.ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর.উক্ত সভায় বিগত দিনের আয় ও ব্যয়ের হিসাব এবং বাষিক রিপোর্ট এর ওপর ব্যাপক আলাপ আলোচনার পর সবার সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। সভা থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কার্ডিফ কাউন্টি কাউন্সিল. বাংলাদেশ হাইকমিশন সহ যাদের অর্থায়নে ও সহযোগিতায় মনুমেন্ট তথা শহীদ মিনার নির্মান করা সম্ভব হয়েছে সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে.।এখানে উল্লেখ্য যে দীর্ঘ ১৩ বছরের অক্লান্ত পরিস্রমে ও কমিউনিটির প্রচেষ্টায় বৃটেনের ওয়েলসের ইতিহাসে কার্ডিফ শহরের এই প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠা করে নব ইতিহাসের সূচনা করেছে।নব নিমিত এই শহীদ মিনার উদ্বোধনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনক্ষণের জন্য ওয়েলসবাসী অতি আগ্রহে অপেক্ষায় রয়েছেন বলে বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন।
বিশিষ্ট মাওলানা হাবিবুর রহমানের স্মরণে বৃটেনের কার্ডিফে দোয়া মাহফিল
নাজমুল সুমন : বৃটেনের কার্ডিফের গ্রেঞ্জটাউন এর বাসিন্দা রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক এডুকেশন সেন্টারের শিক্ষক কার্ডিফ বাংলা অনলাইন নিউজ এবং লন্ডন সিলেট নিউজ টুয়ান্টি ফোর ডট কমের এডিটর ক্বারী মুজাম্মিল আলী’র স্রদ্ধেয় পিতা সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীর গাঁও এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাবিবুর রহমানের স্মরণে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে ৫ জানুয়ারি রবিবার এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে উপস্থিত ছিলেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, আবু বক্কর মসজিদের ইমাম ও খতিব মুফতি বিলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ এর প্রেসিডেন্ট কারী নুরুল ইসলাম, শাহজালাল মসজিদের ছানী ইমাম হাফিজ হাবিবুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি লিডার মোহম্মদ মকিস মনসুর, আব্দুল মালিক, জুনেদ আহমদ চৌধুরী,আবু সালেহ চৌধুরী মুহি, শফিকুর রহমান, নজরুল ইসলাম, ফার্মাসিস্ট ক্বারী সামি চৌধুরী, ক্বারী জামি চৌধুরী ও ক্বারী হাদি চৌধুরী সহ আরো অনেকে।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছিকন্ঠের সম্পাদক মণ্ডলীর সভাপতি গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি কমিউনিটি সংগঠক মোহাম্মদ মকিস মনসুর এক শোক বার্তায় কার্ডিফ বাংলা অনলাইন নিউজ ও এডিটর ক্বারী মুজাম্মিল আলী’র আব্বা গোয়াইনঘাট উপজেলার নন্দির গাও এলাকার কৃতিসন্তান বিশিষ্ট মাওলানা হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্তার মাগফেরাত কামনা করে বলেন বিশিষ্ট আলিমেদিন মাওলানা হাবিবুর রহমান আজীবন ইসলামের খেদমতে ও সমাজের কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া আনজুমানে আল ইসলাম ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ ভারপ্রাপ্ত সেক্রেটারি আনসার মিয়া ও ট্রেজারার ক্বারী শাহ তসলিম আলী. গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওন এর চেয়ারপার্সন মোহাম্মদ আসকর আলী.সাবেক চেয়ারপার্সন লিয়াকত আলী. ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আনোয়ার. সাধারন সম্পাদক শাহ শাফি কাদির ও ট্রেজারার এবি রুনেল সহ কমিটির প্রমুখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে ক্বারী মুজাম্মিল আলী’র আব্বা ওলানা হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।