ষ্টাফ রিপোর্টারঃ
১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার রাতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও সংরক্ষিত মৌলভীবাজার-হবিগঞ্জ-৩৬ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দীনকে পৃথকভাবে ৮ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য সজল বিশ্বাস, জেলা আহ্বায়ক মামসাদ হোসেন, সদস্য সচিব সুমন দোষাদ, মহসিন খান, নিত্যানন্দ দেব সনেট, সুমন মালাকার ও রমজান আলী প্রমুখ।
উল্লেখ যোগ্য দাবি সমূহের মধ্যে হল, ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি তোলা হয়। পাশাপাশি এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করে সকল পদে পদোন্নতি বা ০৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করার দাবি তোলেন নেতৃবৃন্দ।
মৌলভীবাজারে সরকারী চাকুরীজীবিদের স্মারকলিপি প্রদান
