স্টাফ রিপোর্টারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্টা বার্ষিকী ও ২০২০ সালকে সামনে রেখে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে এ সংবাদ সম্মেলনের উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মজিদসহ অনেকে।
এছাড়া জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চা-বাগান অধ্যুষিত এ জেলায় চা-বাগান কেন্দ্রিক মাদক ও মদের ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তুলে ধরে বক্তব্য রাখেন। এতে মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা জেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলন
