ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প মৌলভীবাজার কার্যালয়ের উদ্যোগে জেলার তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শমসেরনগর রোডস্থ হাসান ম্যানশনে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার কার্যালয়ের প্রশিক্ষক নিয়াজ মোর্শেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণরত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে তাদের পরামর্শদেন। তিনি বলেন, উদ্যোক্তারাই দেশের অর্থনীতির চাকাকে পরিবর্তন করতে পারেন। প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন বাস্তবায়নে উদ্যোক্তারাই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
Post Views:
0