কুলাউড়া প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মেধাবৃত্তি পরীক্ষায় ভুকশিমইল ইউনিয়নের বিভিন্ন স্কুলের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির প্রায় ১৫২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এসময় হল পরিদর্শন করেন জালালাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক মঈনুল ইসলাম, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার, রঞ্জন শীল, জিল্লুর রহমান, নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা চৌধুরী ও শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহ্বায়ক জামাল আহমেদ, সদস্য সচিব হোসাইন আহমদ পারভেজ ও অর্থ সচিব জাবেদ আহমদ প্রমুখ।
উৎসব মুখর পরিবেশে মেধাবৃত্তি সম্পন্ন হয়।
ভুকশিমইলে ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
