স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় রাহিম আহমদ শুভ নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মৃত তৈমুছ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহিম আহমদ শুভ চাচীর সাথে শ্রীমঙ্গল উপজেলায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে সিএনজি যোগে ফিরছিল। তখন গাড়িতে শুভর বমি আসে। সিএনজি চলা অবস্থায় শুভ মাথা বের করে বমি করার সময় হঠাৎ রাস্তার পাশে রাখা একটি ত্রিইউলার গাড়ির সাথে শুভ’র মাথা লাগে। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শুভ’কে রাজনগর সরকারি হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভ’কে মৃত ঘোষণা করেন। এবিষয়ে রাজনগর থানার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।
Post Views:
0