ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা শুক্রবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণে করে। স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মোহাম্মদ মেরাজের তত্বাবধানে এসময় কেন্দ্র পরিদর্শন করেন স্কলার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, ব্যাংকার ও কলামিস্ট মোহাম্মদ আবু তাহের ও উপদেষ্টা ডাঃ দীনেশ সূত্রধর প্রমুখ।
মৌলভীবাজারে জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন
