ষ্টাফ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে সোমবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ভিপি আব্দুল মালিক তরফদার সুহেব, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধ প্রঙ্গণে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
বিজয় দিবসে মৌলভীবাজারে শহীদের প্রতি শ্রদ্ধা
