স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শমসেরনগর সড়ক জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। মিছিলের জন্য নেতাকর্মীরা জড়ো হলে পুলিশের সাথে বাককিতন্ডতা শুরু হয়। পরে নেতাকর্মীর সড়কে নামতে চাইলে পুলিশ লাটিচার্জ করে সড়ক থেকে সড়িয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা এম এ মুকিত, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া ও আশিক মোশারফ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।