স্টাফ রিপোর্টারঃ আগামী ৩/৪ দিন পর পিঁয়াজের তেমন চাহিদা থাকবেনা। মানুষ পিয়াজ খেয়ে ঘুমাবে। এমন আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার টি.সি.বির আঞ্চলিক পরিচালক মো: ইসমাইল মজুমদার। তিনি বলেন- প্রতিদিন জেলা সদরে দু’দফায় ৬ টন করে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে। আরও ২/৩ দিন পর থেকেই প্রত্যেক উপজেলা সদরে ডিলারদের মাধ্যমে ৩টন করে নির্ধারিত মূল্যে পিঁয়াজ বিক্রি করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখ্য জেলা সদরে ২ জন ডিলারদের মাধ্যমে পিঁয়াজে সোয়াবিন, চিনি ও খেসারী ডাল নির্ধারিত রেটে বিক্রি করা হচ্ছে। পিঁয়াজ কিনতে যুগপৎ পুরুষ ও নারীর লম্বা লাইন দৃশ্যমান হয়ে উঠেছে।
“৩/৪ দিন পর পিঁয়াজ খেয়ে মানুষ ঘুমাবে”
