ষ্টাফ রিপোর্টারঃ
ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার ও তালিমুল কোরআন কেন্দ্রের যৌথ উদ্যোগে শুক্রবার মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডস্থ ইনফিনিটি ম্যাথ সেন্টারে এ পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় হল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক রেফায়েত আল আমীন, জগৎসী জি কে এম সাইফুর রহমান কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাওলানা আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী, শিক্ষক মুহিবুর রহমান, মাসুদ আহমদ, শাহ জালাল (রঃ) ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক অলিউর রহমান সানী, তালিমুল কোরআন কেন্দ্রের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান ও মৌলভীবাজার অক্সফোর্ড একাডেমির পরিচালক মাসুক তালুকদার।
হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন দি ফ্লাওয়ার কেজি এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক বদরুল ইসলাম ও আব্দুল মোহিত। সম্পূর্ণ পরীক্ষা নিয়ন্ত্রণ করেন ইনফিনিটি ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলী।
মৌলভীবাজারে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
