স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা কারাগারে বন্দীদের নিয়ে বুধবার সকালে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার জেলা কারাগারের আয়োজনে প্রশিক্ষণে সার্বিক সহযোগীতা করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। এই কোর্সের আওতায় ১৫ জন বন্দিকে ১ মাস কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ দেয়া হবে।
জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে ও জেলার এনায়েত উল্ল্যাহর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, যুব উন্নয়নের উপ-পরিচালক মিজানুর রহমান ও প্রশিক্ষণ বেলায়েত হোসেন প্রমুখ।
মৌলভীবাজার কারাগারে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
