স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে ১৮/১১/২০১৯ইং দুপুর ১২.০০ ঘটিকায় মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের সমশেরনগর রোড এসআইবিএল ব্যাংক এর সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোড (সেন্ট্রাল রোড) হামিদিয়া পয়েন্ট এর সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হেলু মিয়া, আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সহ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, মতিন বকস, মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জি এম মোক্তাদির রাজু, জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান, প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারন মানুষের কষ্ট হচ্ছে এবং মানুষ ব্যবসায়ী সিন্ডিগেটের মধ্যে জিম্মি হয়ে পড়েছে। দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে প্রমান করে দেশে কোন গনতান্ত্রিক সরকার নেই। এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয় নাই। তাই জনগনের চাহিদার প্রতি সরকারের কোন লক্ষ্য নেই।
পিঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
