ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারী কলেজ এর সামনে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি টেলিটক বর্ণমালা সিমের মেলা। জনি এন্টারপ্রাইজ-২ এর তত্ত্বাবধানে ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীরা উপভোগ করতে পারবে টেলিটকের এই সিমের অফার।
সিমটি পেতে গ্রাহকদের লাগবে
১। এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার।
২। শিক্ষার্থী বা তার অভিবাবকের ভোটার আইডি কার্ডের নাম্বার।
অফার সমূহ
১। কলরেটঃ ৪৫ পয়সা/মিনিট (যে কোনো অপারেটরে) সেকেন্ড পালস।
২। সিম এক্টিভের পর ৫০ টাকা রিচার্জে ৫০ মিনিট ভয়েস, ৫০ এসএমএস
এবং ৫ জিবি ডাটা একদম ফ্রি ।
মৌলভীবাজারে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি টেলিটক বর্ণমালা সিমের মেলা
