স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগরে বখাটের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী সুমি রানী দেব আহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে রাজনগর সরকারি কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। সোমবার দুপুরে স্থানীয় কলেজ পয়েন্ট মোড়ে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমি রানী দেব বখাটের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হওয়ায় হামলাকারীর সর্ব্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বৃষ্টির মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলের অধ্যক্ষ মো. জিলাল উদ্দিন আহমদ, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, প্রভাষক রজত কান্তি গোস্বামী, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার এসআই আবু মোকছেদ পিপিএম, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খান, সাধারণ সম্পাদক রিয়াজ খান, সামাজিক সংগঠক আবু বক্কর সহ কলেজের শিক্ষার্থীরা। বক্তারা বখাটের শাস্তি দাবি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
উল্লেখ্য, গত শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মাসুম মিয়া (২০) নামে এক বখাটের ছুরিকাঘাতে আহত হয় উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহ¯্র গ্রামের কলেজ ছাত্রী সুমি রানী দেব। এঘটনায় পুলিশ মাসুম মিয়াকে আটক করেছে। গুরুতর আহত ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক মাস ধরে উপজেলার ক্ষেমসহ¯্র গ্রামের মখলিছ মিয়ার ছেলে মাসুম মিয়া মেয়েটিকে কলেজে যাওয়ার পথে উত্যেক্ত করে আসছিল। মাসুমের বিরোদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে গত এপ্রিল মাসে রাজনগর থানায় মামলা দায়ের করেছিল ওই কলেজ ছাত্রী।
রাজনগর সরকারি কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন
