স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীতে রাজস্ব ফাঁকি দিয়ে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ৬ শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে অবৈধভাবে বালু উত্তোলন না করার অঙ্গীকারে আটককৃত ২টি ড্রেজার ও ৪টি নৌকা মালিকপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিত চন্দ্র এই অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করে মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আবু সাঈদ, কান্ত মিয়া, বগুড়ার নীরু মিয়া, নারায়ণগঞ্জের রাকিব মিয়া, কিশোরগঞ্জের আব্দুস সালাম ও আব্দুল তৌহিদ।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কুশিয়ারা নদীর সদর উপজেলা অংশের বাহাদুরপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি’র) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারে কাজ করা ৬ শ্রমিককে আটক করা হয়। এ সময় বালু উত্তোলন বন্ধ করে মায়ের দোয়া বাবার আদর, মক্কা মদিনা নামে ২টি ড্রেজার ও জুনাঈদ পরিবহণ, আলী পরিবহণ, নৌসান পরিবহণ এবং এমবি এম এন পরিবহণ নামে ৪টি নৌকা আটক করা হয়।
এরপর ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপযুক্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ৬ শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।
মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান বলেন, “৬ ড্রেজার শ্রমিক ভ্রাম্যমান আদালতের রায়ের ৫০ টাকা জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়। ২টি ড্রেজার ও ৪টি নৌকার মালিকরা অবৈধভাবে বালু উত্তোলন না করার অঙ্গীকার দিলে তাদের জিম্মায় নৌকা ও ড্রেজার ছেড়ে দেওয়া হয়েছে”।
Post Views:
0