কলেজ প্রতিনিধি: ২৬ অক্টোবর শনিবার দুপুর ১২:৩০ মিনিটে মৌলভীবাজার জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠক সংখা এবং সেবার মান বৃদ্ধির লক্ষে সব ধরনের পাঠকদের নিয়ে একটি আলোচনা সভা এবং লাল চা আড্ডার আয়োজন করা হয়। উক্ত আড্ডা পরিচালনা করেন জেলা লাইব্রেরীয়ান হাবিবুর রহমান। উক্ত আড্ডায় লাইব্রেরীর পাঠক সংখ্যা এবং সেবার মান কিভাবে বৃদ্ধি করা যেতে পারে সেই ব্যাপারে পাঠক এবং লাইব্রেরীয়ানের মধ্যে আলোচনা করা হয়। পাঠকগণ তাদের বিভিন্ন চাহিদার কথা জানান। চাহিদা গুলোর মধ্যে অন্যতম ছিল চাকরী সংক্রান্ত বইয়ের জন্য আলাদা একটি সেলফ, চাকরী সংক্রান্ত বই বৃদ্ধি করা এবং বিভিন্ন লেখকের রচনাসমগ্র রাখা । নামাজের জন্য আলাদা স্থানের দাবীও জানানো হয়। লাইব্রেরীয়ান পর্যায়ক্রমে চাহিদা পূরন হবার আশ্বাস দেন। লাইব্রেরী সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম যেমনঃ সাহিত্য আড্ডা, পাঠ চক্র, ক্যারিয়ার আড্ডা, কম্পিউটার এবং ওয়াইফাই সুবিধা ইত্যাদি চালুর ব্যাপারেও আলোচনা করা হয়। আড্ডাটি আয়োজনে বৃটিশ কাউন্সিল হতে ট্রেনিং প্রাপ্ত একটিভ সিটিজনের ভলান্টিয়াররা সহযোগিতা করেন এবং আড্ডায় আসার জন্য প্রচারণা থেকে শুরু করে আড্ডা আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকেন। জেলা গ্রন্থাগার এর দ্বিতীয় তলায় বিশাল একটি কক্ষে অনেকগুলো সেলফ এবং অনেক চেয়ার-টেবিল নিয়ে গ্রন্থাগারটি সাজানো হয়েছে। এখানে রয়েছে পত্রিকা কর্নার, মহিলা কর্নার, শিশু কর্নার, জব কর্নার। জেলা লাইব্রেরিয়ান সর্ব স্তরের মানুষকে লাইব্রেরীতে এসে বই পড়া এবং পত্রিকা পড়ে ভালো সময় কাটানোর জন্য অনুরোধ করেছেন। যাতে করে সমাজের একটা শ্রেণি শিক্ষিত হয়ে নিজেকে বিকাশের পাশাপাশি অনেক রকম খারাপ কাজ বা আড্ডা থেকে নিজেকে বিরত রাখতে পারবে।