ষ্টাফ রিপোর্টারঃ
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ”মূল ধারার রাজনীতিতে নারী অন্তর্ভুক্তিকরণ” এবং আওয়ামীলীগের কমিটিতে নারীদের অগ্রাধিকার বিষয়ক গোলটেবিল বৈঠক রোববার দুপুরে শহরের রেষ্ট ইন হোটেলে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সদস্য আক্তার উজ্জামানের সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর রহিমা বেগম এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল ও রোকেয়া চৌধুরী প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনৈতিক ফেলো ও মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জোবায়ের খান।
Post Views:
0