ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্র ১২২৩) ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলার ৪টি ভোট কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আনারস মার্কা প্রতীকে মো. ফজলুল আহমেদ ১৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল গনি ছাতা মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১৭৮। সাধারণ সম্পাদক পদে মই মার্কা প্রতীক নিয়ে ১৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছালেহ আহমদ। নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আহাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ৭৪৯ ভোট পেয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিত কুমার দেব।
মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
