স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও পরিমল দাস এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, প্রফেসর ড. ফজলুল আলী, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান ও শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই গিয়াস উদ্দিনকে ক্রেস্ট প্রদান করা হয়।
Post Views:
0