ষ্টাফ রিপোর্টারঃ
দুইদিনের সফরে মৌলভীবাজার আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তার ব্যক্তিগত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হানিফ শনিবার ভোরে সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন। পরে জেলার জুড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগ দিবেন। পরদিন রোববার তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করবেন। শেষে সড়ক পথে ঢাকায় ফিরবেন।
জুড়ি ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জিবীত। অপেক্ষা করছেন নতুন নেতৃত্বের।