সাইপ্রাস প্রতিনিধি: ইউরোপের দেশ সাইপ্রাসে ন্যাশনাল অলিম্পিক ডে-২০১৯ উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতায় ১৯ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মোঃ রায়হান আমান জামিল। সে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি (হাজিবাড়ি) গ্রামের জনাব আলহাজ্ব লাল মিয়ার ছেলে। জামিল বর্তমানে Cyprus Casa College এ hotel managment ডিপার্টমেন্টে অধ্যায়নরত রয়েছে।
Post Views:
0