স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে একশত পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশ বিশেষ অভিযানে নামে ডিবি পুলিশ। পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডে আব্দুল্লাহ ভবনের নীচতলার সিড়ি কক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার মৃত আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে মহিউজ্জামান চৌধুরী (মাহী) (২০), সদর উপজেলার খোঁজারগাঁও এলাকার -মোঃ লেফাছ মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া (২২), দীঘিরপাড় এলাকার সনিজত চন্দ্র দাসের ছেলে পিয়াস চন্দ্র দাস (২৬) ও কাকৈইসার এলাকার মৃত আব্দুল জব্বার দেওয়ানের ছেলে নাদিম মাহমুদ (৩৬)।
এবিষয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, “ বিশেষ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃতরা পালাইয়া যাওয়ার চেষ্টা করে। পরে ডিবিটিম আসামীদের আটক করতে সক্ষম হয়। ইতিমধ্যে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।