স্টাফ রিপোর্টার: গত ১২ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৫টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে মৌলভীবাজার জেলায় অবস্থানরত ছড়াকার ও ছড়াপ্রেমীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এক মনোরম সাহিত্য আড্ডা। উক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ছড়াকার মোস্তফা কামাল সাগর ও ছড়াকার হাম্মাদ তাহমীম। ছড়াকার হাম্মাদ তাহমীমের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। উক্ত অনুষ্ঠানে প্রবীণদের মধ্যে উপস্থিত ছিলেন আশির দশকের শক্তিমান ছড়াকার ও মৌলভীবাজার প্রেসক্লাবের বর্তমান সভাপতি জনাব আব্দুল হামিদ মাহবুব, সমাচার সম্পাদক ও ছড়াকার আবদাল মাহবুব কোরেশি, ছড়াকার জনাব আবু সাঈদ রুপিয়ান, দেশপক্ষ পত্রিকার সম্পাদক ও ছড়াপ্রেমী মৌসুফ চৌধুরী, কবি আফজালুর রহমান কল্লোল, তরুণ গবেষক জুবায়ের ইব্রাহীম, কবি এস এম জুনেদ জামান সহ আর অনেকেই। নবীনদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান রাহাত, মুজাহিদুল ইসলাম, আমীন মুহাম্মদ, মনিরুল ইসলাম জহির, আব্দুল কাইয়ূম, নূহ বিন হুসাইন, জুনাইদ আহমেদ জুনেদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ছড়া বিষয়ক প্রবন্ধ পাঠ করেন ছড়াকার মোস্তফা কামাল সাগর। স্বতঃস্ফূর্তভাবে সবাই স্ব স্ব ছড়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। জেলার ছড়াসাহিত্যকে এগিয়ে নিতে বিলুপ্তপ্রায় অথচ ঐতিহ্যবাহী ছড়া সংগঠন ছড়া সংসদ, মৌলভীবাজার কে সর্বসম্মতিক্রমে প্রাক্তন নামে পুনঃসংগঠিত করে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং প্রত্যেক মাসের ২য় ও ৪র্থ বৃহস্পতিবার ধারাবাহিক ছড়া আড্ডা অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। পরিশেষে কণ্ঠ শিল্পি সাইফুল ইসলাম একক সংঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে জমজমাট করে তুলেন।
নবীন ও প্রবীন ছড়াকারদের জমজমাট আড্ডা মৌলভীবাজার ছড়া সংসদ এর পূর্ণ জাগরণ
