স্টাফ রিপোর্টারঃ ব্যতিক্রমী আয়োজনে মৌলভীবাজারে সুবিধা বঞ্চিতদের ফ্রি চুল কাটিং করল মানবতা প্রেমী গ্রুপ। এ যে সুবিধা বঞ্চিতদের নিয়ে একটি নতুন উৎসব। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে দিন ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশতাধিক বাচ্চাদের ফ্রি চুল কাটা, নখকাটা, সাবান ও স্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেয়া হয়। প্রতি ইংরেজি মাসের ১ম শুক্রবার মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রকৌশলী আব্দুল মোমিন। এসময় উপস্থিত ছিলেন মানবতা প্রেমী গ্রুপের সদস্য জুবায়ের আলী আহমদ, মোক্তাদির হোসাইন, মিতা ভুইঁয়া তানিয়া, কামরুজ্জামান রনি, সত্যজিত আচার্য্য, মামুন প্রমুখ।
সুবিধা বঞ্চিতদের ফ্রি চুল কাটিং
