মুস্তাকিন মিয়াঃ
পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। শুক্রবার বিকালে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সদর উপজেলার জগন্নাতপুর এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সর্বস্থরের মানুষ অংশ গ্রহণ করেন।
সদর উপজেলার মোস্তফাপুর ইউপি সদস্য ওয়াছির মিয়ার সভাপতিত্বে ও শাহ-হেলালের পররিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, জগন্নাথপুর সমাজ কল্যান সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস উদ্দিন, মঈজ মিয়া, বাবুল মিয়া ও নজরুল ইসলাম প্রমুখ।
এলাকাবাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধার দিকে আহত রেজাউল করিম রেজা সদর উপজেলার মোকামবাজার অবস্থান করছিলেন। এ সময় ওই এলাকার আলী ও সদর উপজেলার পাগুলিয়া গ্রামের আকবর নামে রেজার পূর্ব পরিচিত লোক অতর্কিত কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রেজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
সাবেক ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি
