ষ্টাফ রিপোর্টারঃ
পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় রেজাউল করিম রেজা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে নিজ সহপাঠীরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার মোকামবাজার এলাকার হালিমা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত রেজার চাচা হাজী মোঃ ইলিয়াছ আহমদ বাদীয় হয়ে ৭ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামীরা হলেন, (১) আলী আহমদ (২) আফান মিয়া (৩) সুবের মিয়া (৪) আকবর মিয়া (৫) তাইদুল ইসলাম (৬) ছালেহ আহমদ ও (৭) নূর আহমদ।
সূত্রে জানা যায়, আহত রেজা মঙ্গলবার সন্ধার দিকে মোকামবাজার অবস্থান করছিলেন। এ সময় ওই এলাকার আলী ও সদর উপজেলার পাগুলিয়া গ্রামের আকবর নামে রেজার দুই বন্ধু হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাকে অতর্কিত কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রেজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
Post Views:
0