বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী’র নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নিজ হাতে নাম ফলক ভেঙ্গে। পরে নেতাকর্মীরা অডিটোরিয়ামের নতুন নাম দেয় “মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম”।
নাম ফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাটি এরকম বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলা ও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিক্ষা প্রতিষ্টানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম দেয়।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানিনা। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা প্রদক্ষেপ নেব।
Post Views:
0