ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরি কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা শনিবার রাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শহরের ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে এক নির্বাচনের আয়োজন করা হয়। আহ্বায়ক কমিটির উপদেষ্টা গোলাম কিবরিয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। এ সময় নির্বাচন কমিশন শিক্ষক বাবুল উদ্দিন খান’কে সভাপতি ও এডভোকেট বদরুল হোসেন ইকবাল’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মওলা আহাদ, সহ-সভাপতি মাওঃ বশির আহমদ, প্রভাষক শক্তিপদ পাল, এডভোকেট তোফায়েল আহমদ সবুজ, যুগ্ন সম্পাদক প্রকৌশলী আব্দুল মুমিন, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বেলালী, গাজী জাবের আহমদ, মোঃ আব্দুল কাদির, কোষাধক্ষ্য মোক্তাদির হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন কান্তি ধর, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও আবু আরশাদ জসিম প্রমুখ।
মৌলভীবাজারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন
