স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার পৌর শহরের সেন্ট্রাল রোডে লন্ডন প্রবাসী মোঃ মছব্বির মিয়া ও তার প্রতিবেশী সামিউল হকের বাসার সীমানা প্রাচীর রাতের আঁধারে ভাঙচুর করছে কতিপয় দুর্বৃত্ত। এঘটনায় প্রবাসী মোঃ মছব্বির মিয়া’র খালাতো ভাই হাজী মোঃ আব্দুস সালাম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ভুক্তভোগীদের স্বজনরা ভাঙচুরের জন্য প্রতিবেশী বাবর আহমদকে দায়ী করছেন।
প্রবাসীর স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় প্রতিবেশী বাবর রহমান এর নেতৃত্বে ৫০/৬০ জন লোক লন্ডন প্রবাসী মোঃ মছব্বির মিয়া’র ১০০ ফুট ও প্রতিবেশী সামিউল হকের ১২৮ ফুট বাসার সীমানা প্রাচীর ভেঙ্গে নিজের ব্যবহৃত রাস্তা বড় করতে চান। এসময় স্থানীয়রা দেয়াল ভাঁঙ্গার আওয়াজ শুনে ঘটনা স্থলে আসলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এবিষয়ে জানতে অভিযুক্ত বাবর আহমদ এর ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, ভাঙচুরকারীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
মৌলভীবাজারে রাতের আঁধারে লন্ডন প্রবাসীর বাসার সীমানা প্রাচীর ভাঙচুর
