স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগরে সৃষ্টি দে (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের কাজির চক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজির চক গ্রামের গোবিন্দ দে’র নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সৃষ্টি দে গত ৩-৪ বছর ধরে মানসিক রোগে ভুগছিল। এনিয়ে কয়েক বছর ধরে পরিবারের লোকজন তাকে ডাক্তার দেখিয়ে আসছেন। শনিবার রাতে বাবা বাড়ির বাইরে ও মা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে ঘরের কাঠের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি ফাঁস কেটে মেয়েকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৃষ্টিকে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার বলেন, সংশ্লিষ্ট বিভাগে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। কারো বিরুদ্ধে তার পরিবারের লোকজন অভিযোগ করেনি।
রাজনগরে স্কুল ছাত্রী’র আত্মহত্যা
