স্টাফ রিপোর্টারঃ “জীবন কে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে সদর উপজেলার সিংকাপন আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেনের সভাপতিত্বে ও আদর মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মজিদ, পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ ও সমাজসেবক মোঃ আসিকুর রহমান প্রমুখ।
মৌলভীবাজারে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা
