স্টাফ রিপোর্টারঃ প্রকাশ্যে মানুষ হত্যা, ভারতে মুসলিম নির্যাতন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে শহর খেলাফত মজলিসের উদ্যোগে মানববন্ধন করা হয়।
মাওলানা কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী, মাওলানা সৈয়দ মোজাদ্দেদ আলী, মাওলানা ফখরুল ইসলাম নোমানী, মাওলানা সাইফুর রহমান ও শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
Post Views:
0