ফ্রান্স প্রতিনিধি: ১৯৪৭ সালের পর আজ ২০১৯ সালের ২৫ জুলাই ফ্রান্সে সর্বোচ্চ ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। রেকর্ড পরিমান তাপদাহে ফরাসি জনজীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ফরাসি জনগণ অতি জরুরী ছাড়া আজ ট্রেন ভ্রমণে বিরত থাকার নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। গতকাল গরমে ফ্রান্সে ৬ জনের মৃত্যু হয়। ৭১ জন জরুরী বিভাগে ভর্তি হন। গতকাল সমগ্র ফ্রান্সে মোট ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । ফ্রান্স প্রশাসন থেকে বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখার কথা বলা হয়েছে।