স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে সেশন ফি ও ভর্তি ফি’র নামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা বাধ্য হয়ে ওই টাকা পরিশোধ করছেন। অথচ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে এধরনের টাকা আদায় করতে শিক্ষা বোর্ডের কোনো নির্দেশনা নেই। কলেজ কর্তৃপক্ষ তাদের ইচ্ছা অনুযায়ী এ ফি নিচ্ছে। এনিয়ে অনেক অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, কলেজের একাদশ শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী ইয়ারচেন্স পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠদান শুরু করতে চাইলে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি বাবত ৯’শ ৫০ টাকা ও ভর্তি ফি বাবত ১’শ ২০ টাকা আদায় করা হচ্ছে।
নাম গোপন রাখার শর্তে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন, একাদশ শ্রেণীতে ভর্তি’র সময় ফি দিয়েছি। এখন আবার আমাদের কাছ থেকে ভর্তি ফি ও সেশন ফি আদায় করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের চাপে টাকা পরিশোধ করতে হচ্ছে। অনেকের কাছে টাকা না থাকায় ঋণ করে টাকা পরিশোধ করছে।
এবিষয়ে তারাপাশা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রহিম খান বলেন, বিভিন্ন খাতসহ এক সাথে সেশন ফি ধরা হয়েছে। অন্যান্য ফি তো আপনারা আলাদা ধরেছেন এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে পারননি। একই শ্রেণীতে দু’বার কিভাবে ভর্তি নেয়া হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি ফি তো নেয়ার কথা নয়। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখতেছি।
রাজনগরে সেশন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়
