স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বানেশ্রী [উলুয়াইল] গ্রামের গরীব ঘরের ছেলে সাইফুল ইসলাম (২১) বাঁচতে চায়। জটিল রোগে আক্রান্ত হয়ে এখন তিনি মৃত্যুর মুখোমুখি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের ৭ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, গত এপ্রিল মাস থেকে কোমর ও পায়ে ব্যাথা ও জ্বরে ভুগছিলেন সাইফুল। প্রথম দিকে মেডিসিনের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, তবে এখন তা আর সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যায়ভার হতদরিদ্র বাবার পক্ষে সম্ভব হচ্ছেনা। গরু-ছাগল ইত্যাদি বিক্রি করে বাবা শফিক মিয়া এখন নি:স্ব। উন্নত চিকিৎসার জন্য সাইফুল ও তার পরিবার সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো: শফিক মিয়া,ব্যাংক একাউন্ট নং-৯৫১১ উত্তরা ব্যাংক চৌমোহনা শাখা মৌলভীবাজার। বিকাশ -০১৭৪০৫৫৬২৪৪।
সাইফুল বাঁচতে চায়! বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ
