ষ্টাফ রিপোর্টারঃ
কনস্টেবল নিয়োগের যাছাই বাছাই পরীক্ষায় আর্থিক লেনদেনের সন্দেহে মৌলভীবাজার পুলিশ লাইন থেকে ডিএমপির রনি দাশ নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ। জানা গেছে আটককৃত কনস্টেবল রনি দাশের বাড়ি মৌলভীবাজার জেলায় এবং তিনি ঢাকা ডিএমপিতে কর্মরত।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকালে রনি দাস একজন মেয়েকে নিয়ে পুলিশ লাইন আসেন। ওই মেয়েকে তার মামাতো বোন পরিচয় দেন। এসময় ডিবি পুলিশের সন্দেহ হয় সে আর্থিক লেনদেন করেছে। এ অভিযোগে তাকে আটক করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসেন।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, আপাদত আমার এখানে রাখা হয়েছে। রাতে সিদ্ধান্ত নেয়া হবে।