স্টাফ রিপোর্টারঃ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২২ জুন শনিবার দুপুর ৩ টায় মৌলভীবাজারস্থ রেষ্ট ইন হোটেলের হল রুমে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি রেজা আহমদ বেনজীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়শনের সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সিরাজুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা: মো: শফিক উদ্দিন আহমেদ,মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর সাবেক তত্ত্বাবধায়ক ডা: দিনেশ সূত্রধর।
এছাড়াও মতবিনিময় সভায় মতামত ব্যাক্ত করেন মৌলভীবাজার জেলা মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম এবং বয়তুল-আমান জামে মসজিদের খতিব মাওলানা শেখ আব্দুল হক প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে মসজিদের ইমাম ও খতিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
Post Views:
0