স্টাফ রিপোর্টারঃ গ্রাম আদালতে শুনানী করে মামলা নিষ্পত্তির দিক দিয়ে মৌলভীবাজার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। এই সফলতার মধ্যে দিয়ে চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু অর্জন করেছেন আরেকটি সফলতা। জেলায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক সমন্বয় সভায় এই তথ্য উপস্থাপন করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বার্ষিক সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোকনুজ্জামানের সভাপতিত্বে সভা উদ্বোধন করেন জেলা প্রশাসক (সদ্য পদোন্নতিপ্রাপ্ত) মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হাসান শাহরিয়ার, এডিশনাল এসপি মোঃ আশরাফুজ্জামান, জেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর অফিসার মেবেল সিলভিয়া রডব্রিক, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, জেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউএনডিপির কর্মকর্তারা।
Post Views:
0