ষ্টাফ রিপোর্টারঃ ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি করিম মিয়াকে খোঁজতে তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ টিম। কিন্তু তাকে গ্রেফতার করতে পারছে না। খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজার সদর থানায় তার বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট থাকায় পুলিশ থাকে গ্রেফতারের বিশেষ চেষ্টা করছে। কিন্তু পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে করিম পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। করিম মিয়ার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বনগাঁও, আমপুর গ্রামের সোনাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, করিম মৌলভীবাজার সরকারি কলেজে লেখাপড়া থাকা অবস্থায় ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে মাঝে মধ্যে বাড়িতে এসেও শিবিরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করত। কিন্তু বেশ কয়েক দিন যাবত তার সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। এলাকায় দেখাও যাচ্ছে না তাকে। সে পলাতক থাকায় ৫টি মামলায়ই জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল হক বলেন, আদালতের নির্দেশে আমরা শিবির নেতা করিমকে গ্রেফতার করার জন্য চেষ্টা করছি। কিন্তু পারছি না। আমরা বিভিন্ন জায়গায় সোর্স তৈরি করে রেখেছি। কোনো সন্ধ্যান পেলে দ্রুত তাকে গ্রেফতারের ব্যবস্থা করব।
সাবেক শিবির নেতা করিমের সন্ধ্যানে পুলিশের বিশেষ টিম
