স্টাফ রিপোর্টারঃ ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে কৃষিখাতে অপ্রতুল বরাদ্ধ প্রত্যাখান করেছেন কৃষি বাঁচাও, হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশা।
তিনি বলেন, বাজেটের মোট ৫.৪ শতাংশ রাখা হয়েছে কৃষি খাতে। কৃষি প্রধান দেশে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষিতে কমপক্ষে মোট বাজেটের ৮শতাংশ রাখতে হবে। অন্যতায় দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়।
সিরাজ উদ্দিন বাদশা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের সংকটপূর্ণ প্রতিটি মূহুর্তে তাদের অবদান অতুলনিয়। নিজের জীবন বাজি রেখে তারা সর্বদা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অন্যান্য খাতের মতো কৃষিকেও গুরুত্ব দেয়ার দাবি করেন তিনি।
বাজেটে কৃষিখাতে অপ্রতুল বরাদ্ধ প্রত্যাখান
