স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো আছে অগ্নিনির্বাপক যন্ত্র। তাৎক্ষণিক অগ্নিকা- প্রতিরোধে এ যন্ত্রগুলো আগুন নিবারনে কাজ করে থাকে। অথচ অনেক দিন মেয়াদ পেরিয়ে গেছে যন্ত্রগুলোর। যন্ত্রগুলোর যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই কর্তৃপক্ষের। ফলে যে কোন সময় অগ্নিকা-ের ঘটনা ঘটলে তা তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনার সক্ষমতা হারিয়েছে এই যন্ত্রগুলো।
সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রতি তলার দেয়ালে ঝুলছে অগ্নিনির্বাপক যন্ত্র। তবে এসব অগ্নিনির্বাপক যন্ত্রগুলির কোনটিরও মেয়াদ নেই।
দেখা যায়, বেশ কয়েকটির মেয়াদ ১৪ মে ২০১৮ সালে শেষ হয়ে গেছে। আরো কিছু দেখা গেছে চলতি মাসের ৩ তারিখ মেয়াদ শেষ হয়ে গেছে। কোন কোন অগ্নিনির্বাপক যন্ত্রের গায়ে মেয়াদ ফুরানোর স্টিকারও ছেড়া দেখা যায়।
হাসপাতালে শফিকুল আলী নামে একজন রুগী বলেন, এখানে মানুষজন আসেন ডাক্তার দেখাতে। কেউতো আর অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ আছে কিনা সেদিকে খেয়াল করছে না। সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয়। হঠাৎ আগুন লাগলে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিবেন। এরকম উদাসীনতা একেবারেই কাম্য নয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারতী দত্ত কানুনগো বলেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নতুন কয়েকটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে গেছেন এবং আমাদের ট্রেনিং দিয়েছেন। পুরাতন গুলোর যে মেয়াদ শেষ হয়ে গেছে সে বিষয়ে আমি জানি না।
Post Views:
0