মৌলভীবাজার পৌর শহরের শাহ মোস্তফা সড়ক থেকে আবহাওয়া অফিস ও শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যখান দিয়ে প্রবেশকৃত রাস্তাটি প্রায় এক বছর ধরে গর্ত আর ভাঙ্গা অবস্থায় রয়েছে। এই রাস্তা প্রতিদিন পৌর শহরের সুলতানপুর, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, কাজিরগাও ও দরগা মহল্লাসহ অনেক এলাকার লোক ব্যবহার করেন। জনসাধারণনের চলাচলের রাস্তা ও ড্রেনের স্লাব ভাঙ্গা থাকলেও মেরামতের জন্য কোনো উদ্যোগে নিচ্ছে না কর্তৃপক্ষ।
ক্যাপশন
